রোববার বিএনপির গণঅনশন
এইদেশ এইসময়, ঢাকা : আগামীকাল রোববার রাজধানীসহ প্রত্যেক মহানগর ও জেলায় জেলায় গণঅনশন কর্মসূচি পালনের করবে বিএনপি। বিচার বহির্ভূত হত্যা, গুম,খুন এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ গণঅনশনের ডাক দিয়েছে দলটি।
শনিবার সকাল ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রের উদ্যোগে ঢাকার গণঅশন কর্মসূচি পালন করা হবে। এতে সংহতি প্রকাশ করবেন বিএনপির চেয়াপরসন বেগম খালেদা জিয়া। তিনি বিকেল চারটায় অনশনের যোগ দিবেন।