রক্তমাখা মাইক্রোবাস জব্দ, আটক ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিটি করর্পোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহরণের পরে হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা মাইক্রোবাস জব্দ ও তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে এখনো এ অভিযান চলছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় টেকপাড়া এলাকায় অবস্থিত নূর হোসেনের বাড়ির চারপাশ সকাল সাড়ে ১০টা থেকে ঘেরাও করে রাখে পুলিশ। পরে বেলা ১১টায় নূর হোসেনের বাড়িতে তল্লাশি শুরু করে। তার বাড়ির গ্যারেজ থেকে একটি রক্তমাখা মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ।
অভিযান চলাকালে গণমাধ্যমের কোনো কর্মীকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।