সুশীল সমাজের মানববন্ধনে পুলিশের বাধা
এইদেশ এইসময়, ঢাকা : অপহরণ ও গুমের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সুশীল সমাজের প্রতিনিধিদের মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ আরো কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন করতে চাইলে পুলিশ তা করতে দেয়নি। তবে আগামী মঙ্গলবার একই স্থানে পুনোরায় মানববন্ধন ডেকেছে সুজন।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এই ঘটনা ঘটে।
মানববন্ধনে ইতোমধ্যে সুশীল সমাজের প্রতিনিধি ড. শাহদীন মালিক, ড. ইফতেখারুজ্জান, আসিফ নজরুল, ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ অনেকে উপস্থিত হয়েছেন।
Posted in: জাতীয়