বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিএনপির গণঅনশন চলছে

বিএনপির গণঅনশন চলছে 

full_2052467763_1399176187

এইদেশ এইসময়, ঢাকা : বিচার বহির্ভূত হত্যাকান্ড, অপহরণ ও গুম-খুনের প্রতিবাদে দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত গণঅনশন চলছে।

কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি রোববার সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

কর্মসূচি থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাহারেরও দাবি জানানো হচ্ছে।
কর্মসূচির শুরুতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগরীর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
অনশনে সংহতি প্রকাশ করতে বিকেল ৪টায় যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এছাড়াও বিকেল তিনটায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ অনশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেয় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone