বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জর্দানে মুসলমান হওয়ায় বাবার হাতে মেয়ে খুন

জর্দানে মুসলমান হওয়ায় বাবার হাতে মেয়ে খুন 

full_875274025_1399176339

আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের আজলুন প্রদেশে ইসলাম ধর্ম গ্রহণের কারণে ১৭ বছরের এক তরুণী তার খ্রিস্টান বাবার হাতে খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী গত বুধবার ইসলাম ধর্ম গ্রহণের পর রাজধানী আম্মানের একটি বিশ্ববিদ্যালয়ে একজন প্রখ্যাত আলেমের ধর্মবিষয়ক ক্লাস বা প্রচার কার্যক্রমে অংশ নেয়।
কিন্তু একই দিনে ওই খ্রিস্টান বাবা বুঝতে পারেন যে তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এ অবস্থায় তিনি মেয়েটির মাথায় পাথরের আঘাত হেনে হত্যা করে।
এ ঘটনার পর একদল ক্রুদ্ধ মুসলমান স্থানীয় গির্জার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিহত ওই মেয়েকে মুসলমানদের কবরস্থানে দাফন করার দাবি জানান।
এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত নওমুসলিম মেয়েকে হত্যার দায়ে বাবাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone