মানুষের চোখে পানি আর পানি : খালেদা জিয়া
প্রধান প্রতিবেদক : সারাদেশে গুম-অপহরণ আর খুনের ঘটনার উদ্বেগ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাকাণ্ড চালাচ্ছে। চারিদিকে এখন রক্ত আর রক্ত। আর এ কারণে সারাদেশের মানুষের চোখে এখন শুধু পানি আর পানি।
রোববার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবে পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি পালন শেষে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে জনগণের ওপর জুলুম নির্যাতন করছে। কিন্তু এই সরকার তাদেরকে দমানোর ক্ষমতা রাখে না।
কারণ হিসেবে তিনি বেগম জিয়া বলেন, এই সরকার নিজেই জুলুমবাজ। তারা নিজেরা জনগণকে অত্যাচার-নির্যাতন করছে। গুম-অপহরণ করছে।
এ সময় তিনি নারায়ণগঞ্জের অপহরণ ও হত্যার ঘটনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি রোববার সকাল ৯টা ১০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনশন শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।