১৫ মে থেকে ভোটার তালিকা শুরু
রোকন উদ্দিন, ঢাকা : আগামী ১৫ মে থেকে তিন ধাপে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। সারাদেশে তিন পর্বে হালনাগাদ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
রোববার ইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটার তালিকা হালনাগাদকরণের সময় নির্ধারণ করা হয়। প্রথম পর্ব আগামী ১৫ মে হতে ২৪ মে পর্যন্ত, দ্বিতীয় পর্বে ১৫ জুন হতে ২৪ জুন এবং তৃতীয় পর্বে ০১ সেপ্টেম্বর হতে ১০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ০১ জানুয়ারি ২০১৫ তে যাদের বয়স ১৮ বা তার বেশী হবে তাদের ভোটার করা হবে। এর আগে যারা ভোটার হতে পারেননি তারাও ভোটার হতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ বছরের কম বয়সে ভোটার হওয়া, একাধিক মিথ্যা তথ্য বা ভুল ঠিকানা দিয়ে ভোটার হওয়া দণ্ডণীয় অপরাধ।
কেউ পূর্বে ভোটার হয়েছে কিনা তা ভোটার হওয়ার পূর্বে আঙ্গুলের ছাপ মিলিয়ে যাচাই করা হবে। অপরাধীর শাস্তি অনধিক ছয় মাস কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা। অথবা উভয় দণ্ড।
কেউ জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে পুনরায় ভোটার হওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে থানায় জিডি করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করলে তা পুনরায় দেয়া হবে। এছাড়া কারো তথ্যে ভুল থাকলে নির্ধারিত ফরমে আবেদন করলে তা সংশোধন করা হবে।
দেশে বর্তমানে ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৬৪১ জন।