ফখরুলের জামিন দিয়েছে আদালত
আদালত প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় জামিন দিয়েছে আদালত।
সোমবার সকালে মির্জা ফখরুল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম মো. ওয়ায়েজ করোনি খান চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন।
ফখরুলের পক্ষে এড. জয়নাল আবদিন মেজবা জামিন শুনানি করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর কুতুবখালিস্থ দারুল আহসান ইউনিভারর্সিটির সামনে উস্কানিমূলক বক্তব্য, গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায় ওইদিনই এ মামলাটি দায়ের করেন।
Posted in: জাতীয়