ঝিনাইদহে পরিবহন ধর্মঘট চলছে
ঝিনাইদহ প্রতিনিধি : শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। জেলা বাস মিনিবাস সমিতি জেলাব্যাপী এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
মঙ্গলবার ভোর থেকে জেলার বিভিন্ন রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটেও কোনো পরিবহন চলাচল করছে না।
ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহ শহরের আরাপপুর, হামদহ, টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন সড়কে শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। ছাড়া বিভিন্ন সড়কে শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল করেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।