বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » গুম-খুনের ঘটনায় জড়িত আ’লীগ

গুম-খুনের ঘটনায় জড়িত আ’লীগ 

full_1730524930_1399351507

কাজী আমিনুল হাসান, ঢাকা : আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকারীন নিজেদের দলের লোকজন গুম এবং খুনের শিকার হচ্ছে। আর এ সকল ঘটনায় দায়ী করা হচ্ছে সরকারি বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং নিজ দলের অন্তর্কোন্দলকে। এমন এক পরিস্থিতিতে অস্বস্তি ও ভাবমূর্তির সংকটে পড়েছে ক্ষমতাসীনরা।

মন্ত্রিসভার বৈঠকেও মন্ত্রীরা এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া, সরকারদলীয় সাংসদ ও নেতারা, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ বিএনপির বিভিন্ন সমালোচনার তোপের মুখে পড়ছে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে নারায়ণগঞ্জের ঘটনায় শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। না হলে এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সভায় উপস্থিত সদস্যরা।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য হাজি মো. সেলিম খুন, ওয়ার্কার্স পার্টিসহ মহাজোটের শরীকরা সাম্প্রতিক গুম-খুনের ঘটনার তীব্র সমালোচনা করেছেন। খুব দ্রুত এসকল ঘটনার তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

এ ছাড়া, বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি তুলছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone