চুলের যত্নে ঘরেই তৈরি করে নিন প্রাকৃতিক কন্ডিশনার
লাইফস্টাইল ডেস্ক : চুলকে স্বাস্থ্যউজ্জ্বল কোমল এবং সুন্দর করতে চাইলে কন্ডিশনারের ভূমিকা অপরিসীম। কন্ডিশনার চুলের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনে। ড্যামেজ হয়ে যাওয়া চুল নতুন করে ঠিক করতে পারে।
কিন্তু কথা হচ্ছে বাজারের কেমিক্যাল সমৃদ্ধ কন্ডিশনার নিয়ে। শ্যাম্পুতেই অনেক বেশি কেমিক্যাল রয়েছে যা চুলের অনেক ক্ষতি করে থাকে। তার ওপর কেমিক্যাল সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহারে চুলের ক্ষতি আরও বেশি হয়। তাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করাই চুলের জন্য ভালো। এতে করে কেমিক্যালের ভয় থেকে আপনি থাকবেন মুক্ত। চলুন তবে দেখে নেয়া যাক চুলের যত্নে কিভাবে ঘরে তৈরি করে নেবেন প্রাকৃতিক কন্ডিশনার।
নারকেলের দুধ এবং আলমন্ড অয়েল কন্ডিশনার
এই কন্ডিশনারটি চুলের জন্য সবচাইতে ভালো একটি কন্ডিশনার। এতে করে চুল ভেতর থেকে স্বাস্থ্যবান হবে। চুলের ফলিকল মজবুত হবে।
এই কন্ডিশনার তৈরি করতে প্রয়োজন হবে ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ নারকেলের দুধ, ৩/৪ ফোঁটা আলমন্ড অয়েল (কাঠবাদামের তেল), ৩/৪ ফোঁটা গোলাপ জল।
একটি বাটিতে সব কটি উপকরন নিয়ে ভালো করে মিশিয়ে একটি মসৃণ মিশ্রনের মতো তৈরি করুন। চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণটি কন্ডিশনারের মতো চুলে লাগান। ১৫ মিনিট চুলে রেখে আপনি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন যে কোনো সাধারণ কন্ডিশনারের চাইতে ভালো কাজে দেবে।
মধু ও ভিনেগার কন্ডিশনার
ভিনেগার সাধারণ ভাবেই বেশ ভালো চুলের কন্ডিশনারের কাজ করে থাকে। এই কন্ডিশনার ব্যবহারের ফলে চুলের উজ্জ্বলতা বাড়ে এবং চুল মজবুত হয়।
এই কন্ডিশনারটি তৈরি করতে লাগবে ১ টি ডিমের কুসুম, ২/৩ টেবিল চামচ ভিনেগার, ৩/৪ টেবিল চামচ লেবুর রস, ১/২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ৩/৪ টেবিল চামচ মধু।
সব কটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। ব্লেন্ডারে ব্লেড করে নিতে পারেন। একটি ঘন পেস্টের মতো তৈরি হবে। এই পেস্টটি চুলের আগায় ভালো করে কন্ডিশনারের মতো লাগিয়ে ফেলুন। ১০-১৫ মিনিট রেখে ভালো করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল হবে সুন্দর ও মজবুত।