বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক বিএনপি

অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক বিএনপি 

bnp ai

এইদেশ এইসময়, ঢাকা : ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত বার্নার্ড র‌্যাবেটজের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বেলা ১১ টা ৫ মিনিটে শুরু হয়ে ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি’র পক্ষ থেকে  রাষ্ট্রদূতকে মনে করিয়ে দিয়ে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিলো, সাংবিাধানিক বাধ্যবাধকতার জন্যই নির্বাচন  করতে হবে। কিন্তু এখন তারা সূর পাল্টিয়ে ৫ বছর ক্ষমতায় থাকতে চাচ্ছে। যেহেতু ক্ষমতাসীন শাসকদল জনগণের ভোটে নির্বাচিত না হয়ে গায়ের জোরে ক্ষমতায় এসেছে বলে জনগণের উপর তাদের কোনো দায়বদ্ধতা নেই। বিএনপি’র পক্ষ থেকে বৈঠকে দেশব্যাপী গুম, খুন, অপহরণের ভয়াবহতার চিত্র সর্ম্পকেও অবহিত করা হয়েছে বলে জানা যায়।

বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone