ঢাবি ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর ঢামেকের জরুরি বিভাগ বন্ধ
এইদেশ এইসময়, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ধাওয়া এবং মারধর করেছে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। এতে কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদুল্লাহ হলের ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটে।
এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এরপর ডাক্তাররা জরুরি বিভাগের গেট বন্ধ করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢামেকের ইন্টার্ন ডাক্তার এবং ঢাবি শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় কয়েকজন যুবক হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে জরুরি বিভাগে গেলে সংবাদকর্মীদের ওপর চড়াও হন ইন্টার্ন চিকিৎসকরা। তারা সংবাদকর্মীদের ধাওয়া দিয়ে হাসপাতালের গেটের বাইরে বের করে দেন। এসময় এটিএন নিউজের ক্যামেরা পারসন আতাউর রহমান হিমেলের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তা ভেঙে দেন এবং হিমেলকে মারধর করেন।
এদিকে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।