তীব্র সমালোচনার মুখে জ্যাকুলিন!
ডেস্ক রিপোর্ট : গত বছরের শুরুতে ‘রেস-২’ সিনেমার পর থেকে আর পর্দায় দেখা যায়নি তাকে। এটি ছিল গত বছরের অন্যতম একটি ব্যবসাসফল সিনেমা। বেশ দীর্ঘ সময় ধরে বলিউডে নতুন কোন সিনেমা মুক্তি পাচ্ছে না অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। তবে নতুন সিনেমা মুক্তি না পেলেও জ্যাকুলিন কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনয় নিয়ে।
বর্তমানে ‘কিক’ এবং ‘রয়’ সিনেমার শুটিং করছেন তিনি। এর মধ্যে প্রথমটিতে সালমান খান এবং দ্বিতীয়টিতে রনবীর কাপুর ও অর্জুন রামপালের বিপরীতে কাজ করছেন জ্যাকুলিন। এরই মধ্যে সালমান-জ্যাকুলিনের ‘কিক’ ছবিটি দর্শকদের আগ্রহ ও কৌতূহলে পরিণত হয়েছে। কারণ, এটিই হলো এই জুটি অভিনীত প্রথম ছবি। তবে নতুন খবর হচ্ছে ‘রয়’ সিনেমাতে ব্যাপক আবেদনময়ী রূপে দর্শকরা দেখতে পাবেন জ্যাকুলিনকে।
শুধু তাই নয়, এরই মধ্যে এই সিনেমার একটি দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। এখানে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন জ্যাকুলিন ও অর্জুন রামপাল। পাশাপাশি বিছানায় রগরগে দৃশ্যেও দেখা যাবে তাদের। এটি বলিউডের ইতিহাসের অন্যতম একটি ঘনিষ্ঠ দৃশ্য বলেও দাবি করেছেন সিনেমার পরিচালক। এরই মধ্যে গানটির শুটিং শেষ হয়েছে।
বিষয়টি নিয়ে দারুণ খুশি জ্যাকুলিন। এ বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘রয়’ সিনেমাতে অনেক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে। গতকালই এর একটি গানের শুটিং শেষ হয়েছে। এখানে অর্জুুনের সঙ্গে অনেক ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছি। বেশ ভাল লেগেছে। তবে এই নিয়ে অনেকেই সমালোচনা করছেন। আবার অনেকে বলছেন এটা সেন্সর পাবে না। আমি এসবের ধার ধারি না। বরং এরকম সাহসী দৃশ্যে কাজ করতে পারায় আমি অনেক খুশি। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে।