জ্যাকব জুমার স্ত্রী ধর্ষিত!
ইন্টারন্যাশনাল ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা নিজের স্ত্রী ধর্ষিত হয়েছেন বলে চাঞ্চল্যকর এক দাবি জানিয়েছেন।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘যারা আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে মনে করছেন, তাদের জানিয়ে রাখি, ১৯৯৮ সালে আমার স্ত্রী ধর্ষিত হন।’
তবে চার স্ত্রীর মধ্যে তার কোন স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
৭ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন। এই সময় জ্যাকব জুমার বিরুদ্ধে জনকল্যাণ তহবিল থেকে টাকা নিয়ে নিজের ফার্ম হাউসের বিলাস ব্যবস্থা বাড়ানোর অভিযোগ উঠেছে।
এর প্রতি উত্তরেই তিনি এই বার্তা দিলেন। পাশাপাশি ফার্ম হাউসের সংস্কার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রক্রিয়ারই একটি অংশ বলে তিনি দাবি করেছেন।