ভারতে অষ্টম ধাপের ভোটগ্রহণ শুরু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের অষ্টম ধাপের ভোটগ্রহণ বুধবার শুরু হয়েছে।
অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, হিমাচল ও জম্মু-কাশ্মীরের ৬৪টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবারের নির্বাচনে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, বিজেপির বরুণ গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী বেণী প্রসাদ ভার্মা ও ক্রিকেটার মোহাম্মদ কাইফের মতো হেডিওয়েট নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির সাধারণ নির্বাচন চলতি বছরের ৭ এপ্রিল থেকে শুরু হয়। ১২ মে নবম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হবে। ১৬ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
Posted in: আর্ন্তজাতিক