খুলতে পারে খালেদার অ্যাকাউন্ট
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট শিগগিরই খুলে দেয়া হতে পারে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন জানান, অ্যাকাউন্ট খুলে দেয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
সকালে রাজধানীর ইস্কাটনের বিসিএস কর একাডেমিতে ই-টিআইএন সেবা সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বেশ কিছুদিন ধরে অ্যাকাউন্ট খুলে দেবার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে খালেদা জিয়ার আইনজীবীরা একাধিক বৈঠক ও দেন-দরবার করেন। এ প্রেক্ষিতেই খুব শিগগিরই অ্যাকাউন্টগুলো খুলে দেয়া হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে এসব ব্যাংক হিসাব সংক্রান্ত ফাইল অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার ৮টি ব্যাংক হিসাব জব্দ করা হয়।