বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগের নির্দেশ

ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগের নির্দেশ 

full_566342086_1399449870

ইন্টারন্যাশনাল ডেস্ক : থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। বুধবার দেশটির সাংবিধানিক আদালত এ সিদ্ধান্তের কথা জানায়। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বলেছে, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার নিরাপত্তা প্রধানকে পরিবর্তনে ক্ষমতার অপব্যবহার করেছেন।

এর আগে মঙ্গলবার এ অভিযোগ মাথায় নিয়ে সাংবিধানিক আদালতে হাজিরা দেন ইংলাক।

ক্ষমতার অপব্যবহার ছাড়াও সরকারি চাল ক্রয়ের একটি স্কিম পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ ওঠে থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। দু’টি অভিযোগই বর্তমানে তদন্ত করছে দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশন। অভিযোগ প্রমাণিত হলে ৫ বছর রাজনীতি থেকে দূরে থাকতে হবে সিনওয়াত্রাকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone