বিএনপির সঙ্গে রাষ্ট্রদূত ও মানবাধিকার কর্মীদের বৈঠক চলছে
প্রধান প্রতিবেদক : খুন, গুম ও অপহরণসহ দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বুধবার বিকাল চারটায় রাজধানীর হোটেল হেরিটেজে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়।
রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ আমেরিকা, সিঙ্গাপুর, নেপাল, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, নড়ওয়ে, তুরস্ক এবং ইতালির প্রতিনিধিবৃন্দ। এছাড়া বৈঠকে ইউএনডিপি’র একজন আবাসিক প্রতিনিধিও রয়েছেন।
বিএপির প্রতিনিধির মধ্যে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, এনাম আহম্মেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহম্মেদ, রিয়াজ রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। এছাড়া বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বৈঠকে রয়েছেন।
দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।