বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পিলখানা মামলায় খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল

পিলখানা মামলায় খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল 

ai

রোকন উদ্দিন, ঢাকা : আলোচিত পিলখানা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে খালাসপ্রাপ্ত ২৭৮ জনের মধ্যে ৬৯ জনের সাজা চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ সাংবাদিকদের জানান, আগামি সপ্তাহে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এ আপিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিদ্রোহের নামে ২০০৯ সালের ২৫ ‍ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় বিডিআর জওয়ানরা। ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান ভয়াবহ সে ঘটনায়। কর্মকর্তাদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরও চালানো হয়। আগুন ধরিয়ে দেয়া হয় সরকারি নথিপত্রে। বিদ্রোহ শুরুর ৩৩ ঘণ্টা পর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হয়।

২৮ ফেব্রুয়ারি লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবোজ্যোতি খীসা একটি হত্যা মামলা করেন। সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বে ২০০ কর্মকর্তা মামলাটির তদন্ত করেন।

দুদফায় মোট  ৮৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়।

এরপর গত বছরের ৫ নভেম্বর হত্যা মামলার রায়ে ১৫২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় ২৭৮ জনকে। এছাড়া ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরো ২৫৬ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone