বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শাহজালালে ১ কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ আটক ১ 

image_18628

এইদেশ এইসময়, ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১ কেজি স্বর্ণসহ মোহাম্মদ সানি নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে মোড়ানো অবস্থায় ৫ পিস স্বর্ণের বার (১কেজি ওজন) উদ্ধার করে।

কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, যাত্রী সানিকে বৃহস্পতিবার সকাল ৭টায় আগত কুয়েত এয়ার লাইন্সের বিজি-০৮৭ ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করে।

তিনি আরো জানান, আটক সানি গত এক বছরে ২৪ বার বিদেশ ভ্রমণের প্রমান মিলেছে। সানি পূর্ব রামপুরা এলাকার ১৯৬/১ নম্বর বাড়িতে বসবাস করতো। সে মুন্সিগঞ্জ জেলার আব্দুল কাদেরের ছেলে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone