মৌলভীবাজারে পাহাড় ধসে নিহত ৩
মৌলভীবাজার প্রতিনিধি : বৃষ্টিপাতে পাহাড় ধসে বড়লেখা উপজেলায় একই পরিবারের ৩ জনের মারা গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শাহবাজপুর চা বাগানের ভেতরে শ্রমিক রাজেশের (৩৫) বাড়ির উপর পাহাড় ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
এতে রাজেশ, তার স্ত্রী মঞ্জু (৩০) ও তাদের এক বছর বয়সী শিশুকন্যা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মোর্টেমের জন্য হাসপাতালে পাঠায়।
বড়লেখা থানার ওসি-তদন্ত আকবর হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত থেকেই ওই এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
Posted in: জাতীয়