সরকারকে পদত্যাগ করার আহ্বান মির্জা ফখরুলের
কাজী আমিনুল হাসান, ঢাকা : সারাদেশে গুম, খুনের দায় স্বীকার করে সরকারকে আবারও পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গুম-খুনের ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশে চলা গুম, খুনের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, সরকার পাঁচ বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ভয় ভীতি দেখাতে ও ত্রাস সৃষ্টি করতে তাঁরা একের পর এক অপহরণ ও গুমের আশ্রয় নিচ্ছে।
এসময় নারায়ণগঞ্জসহ সব গুম, খুনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের কারাগার থেকে জামিনে মুক্তি উপলক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি।