বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রোববার থেকে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান

রোববার থেকে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান 

20_82414

এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীতে রোববার থেকেই শুরু হচ্ছে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান। কালো গ্লাসওয়ালা গাড়ি দেখামাত্র পুলিশ গাড়ি আটক করবে। এ জন্য ট্রাফিক সার্জেন্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে। যারা এখনো কালোগ্লাসের গাড়ি সাদা করেন নি তারা শনিবার (১০ মে) এর মধ্যেই সব সাদা করে নেবেন। অন্যথায় রাস্তায় নামলে জরিমানা গুণতে হবে।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, রাস্তায় কালোগ্লাসের মাইক্রোবাস দেখামাত্রই ট্রাফিক পুলিশ সেগুলো আটক করবে এবং নির্দেশনা না মানার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার নেবে। তিনি আরও বলেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত কালোগ্লাসের গাড়িগুলোও এরইমধ্যে সাদা করা হয়েছে।

সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কালোগ্লাসের গাড়িগুলোকে সাদা করার পরামর্শ দেয়। একই সঙ্গে যারা এই নির্দেশ মানবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়। আর এজন্য সময় বেঁধে দেয়া হয় ১০ মে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone