ঢাকা মেডিকেল কলেজে কর্মবিরতি পালন ইন্টার্নি ডাক্তাররা
এই দেশ এই সময়, ঢাকাঃ ডাক্তারের মাথা ফাটিয়ে দেওয়াকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ইন্টার্নি ডাক্তাররা কর্মবিরতি পালন করায় শনিবার দিবাগত মধ্যরাত থেকেই জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ফলে দূর দূরান্ত থেকে আগত রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রোববার সকালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের কোন রোগীকেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। অবশ্য, বহির্বিভাগের চিকিৎসা বন্ধ থাকলেও ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে জানান ডাক্তাররা।
প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-৩ এর পার্টটাইম ডাক্তার মমিনুল ইসলাম পিন্নুসহ পাঁচজন মেডিকেলের পাশে আফতাব হোটেলে রাতের খাবার খেতে যাচ্ছিল। যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে ধাওয়া করে ডাক্তার মমিনুল ইসলাম পিন্নুকে অগ্রণী ব্যাংকের সামনে থেকে ধরে হকিস্টিক দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুর্বৃত্তরা। মমিনুল এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে কিছুই জানা যায়নি।