প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা খলিলের চিকিৎসার দায়িত্ব নিলেন
এইদেশ এইসময়,ঢাকাঃ বাংলাদেশ চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেতা খলিলের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। এছাড়া আজীবন সম্মাননা পাওয়া অভিনেতা ও অভিনেত্রীদের সকল চিকিৎসার খরচ বহন করবে সরকার বলে প্রতিশ্রুতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র নির্মাণে ডিজিটাল পদ্ধতির ব্যবহার জরুরি। চলচ্চিত্র সমাজের কথা বলে। মানুষের কথা বলে।
চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমন কোনো চলচ্চিত্র নিমার্ণ করা যাবে না যাতে করে যুব সমাজ বিপথে যায়। এই বিষয়ে তিনি সকলকে সজাগ থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীসহ সকল কলাকৌশলীবৃন্দ।