কলকাতা ছয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে
ক্রিয়া প্রতিবেদক,ঢাকাঃ আইপিএল-এ জয় পরাজয়ে সমান্তরালে আছে কলকাতা নাইটরাইডার্স। ১০ ম্যাচে পাঁচটি করে জয় পরাজয় নিয়ে কলকাতা এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। বুধবার রাতের ম্যাচে কলকাতা ছয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে।
ম্যাচে আগে ব্যাটিং করে মুম্বাই। ১৪১ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। হাফ সেঞ্চুরি করেন রহিত শর্মা। ৪৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ৩৩ রান করেন আম্বাতি রাইডু।
১৪২ রানের লক্ষ্য টি-টোয়েন্টির যুগে খুব সাধারণ। তা প্রমাণ করতে তেমন একটা বেগ পেতে হয়নি কলকাতাকে। ১৮ ওভার চার বলে চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কলকাতা।
৫২ বলে ৮০ রান করে দলের জয় সহজ করে দেন রবিন উথাপ্পা। এ ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি কলকাতার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব। বল হাতে চার ওভারে ২১ রান দিয়ে তিনি পেয়েছেন একটি উইকেট। ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি তিনি। ৮ বলে ৯ রান করেছেন সাকিব।