বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » পর্যটন » ১৬টি দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রীয় আনন্দভ্রমণে এখন কক্সবাজারে

১৬টি দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রীয় আনন্দভ্রমণে এখন কক্সবাজারে 

cox

এই দেশ এই সময়,ঢাকাঃ  বাংলাদেশে নিযুক্ত ১৬টি দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রীয় আনন্দভ্রমণে এখন কক্সবাজারে অবস্থান করছেন। এর মধ্যে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, নেদারল্যান্ড, তুরস্ক, রাশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৬টি রাষ্ট্রের মিশনগুলোর প্রধানেরা রয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে coxবিমানযোগে তারা কক্সবাজারে পৌঁছান। ১৬ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কক্সবাজারের বিমানবন্দরে পৌঁছানোর পর কলাতলী একটি তারকা মানের হোটেলে অবস্থান করেন। ওখান থেকে ইনানী সমুদ্রসৈকতে ভ্রমণে গেছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা কক্সবাজার অবস্থান করবেন। এর মধ্যে রামু বৌদ্ধ বিহার পরিদর্শন, কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে, মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone