মেঘনায় যাত্রীবাহী লঞ্চ ডুবি, ৬ লাশ উদ্ধার
এই দেশ এই সময়, ঢাকাঃ মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবি।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অদূরে দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ধারনা করা হচ্ছে প্রায় ২৫০ থেকে ৩০০ জন যাত্রী নিয়ে ‘এমভি মিরাজ-৪’ নামে একটি লঞ্চ ডুবে গেছে।এ ঘটনায় স্থানীয়রা ৬টি লাশ উদ্ধার করেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ লঞ্চ ডুবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লঞ্চ ডুবির ঘটনার সংবাদ পাওয়ার পর পর ঊর্ধ্বতন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বিকেল ৫টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুদ্দৌহা খন্দকার। তিনি গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনার মাঝ নদীতে রয়েছেন।
লঞ্চ উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।