গ্রেফতার হলেন র্যাবের দুই কর্মকর্তা
এই দেশ এই সময়,ঢাকাঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় অবসরে পাঠানো র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে মিলিটারি পুলিশের সহায়তায় সেনানিবাস এলাকা থেকে জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। সাত খুনের ঘটনায় অবসরে পাঠানো আরেকজন নৌবাহিনীর কর্মকর্তা ও র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানার অবস্থান না জানায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃত দুই র্যাব কর্মকর্তাকে ফতুল্লার পুলিশ লাইনসে রাখা হয়েছে। দুপুর ১২টার মধ্যে তাদের আদালতে নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ থানার এসপি খন্দকার মহিদ উদ্দিন। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতজনেরই মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। পরে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেনকে অকালীন এবং লে. কমান্ডার এম এম রানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এরপর তাদের গ্রেফতারের জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা আসে। এ ছাড়া, র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্ত করতে র্যাবের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।