বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » কানে পৌঁছাতে পারলেন না ঐশ্বর্য

কানে পৌঁছাতে পারলেন না ঐশ্বর্য 

ai
বিনোদন  ডেস্কঃ  ৬৭তম কান  অন্তরাষ্ট্রীয় ফিল্ম ফেস্টিভালে ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে পাওয়া গেল না৷ শুক্রবার তাঁর হাঁটার কথা ছিল রেড কার্পেটে৷ তবে ফ্রান্সে বায়ু পরিবহনের নিয়ন্ত্রকদের হড়তালের কারণেই কান’সে পৌঁছতে পারলেন না অ্যাশ৷
প্রতিবছরই কান’সে গ্লোবাল কসমেটিক ব্র্যান্ড লরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করেন ঐশ্বর্য৷ তিনিই এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷
aiএকটি বক্তব্যে জানানো হয়েছে, ‘ঐশ্বর্যের লন্ডন থেকে নাইস আসার ফ্লাইট স্থগিত হয়ে যাওার ফলেই তিনি সময় মতো কান’স পৌঁছতে পারেননি৷ লরিয়াল প্যারিসের টিম এই ফ্যান্সিভেল চলাকালীন অন্য কোন দিন ঐশ্বর্যের জন্য কেজ কার্পেট প্রস্তুত করবেন৷ আগামী ২১ মে কানের রেড কার্পেটে হাঁটতে চলেছেন বলিউডের নীলনয়না৷
লরিয়ের প্যারিস ইন্ডিয়ার এমডি মনীশ গুহ জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত ঐশ্বর্যের ফ্লাইট স্থগিত হয়ে গেল৷ আমরা তার জন্য অন্য দিন কার্যক্রম ঠিক করেছি৷ আমাদের পুরো বিশ্বাস এবারও নিজের জাদুতে অন্যকে ঘায়েল করবেন ঐশ্বর্য৷’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone