মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁওয়ে মায়ের সাথে অভিমান করে তানিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃতের মা রহিমা বেগমের বরাত দিয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়ার ১৩৬ নম্বর বাড়ি থেকে তানিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের সাথে অভিমান করে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিয়া।
মৃত তানিয়া আক্তার বরিশাল জেলার মুলাদি থানার আলিমাবাদ গ্রামের রতন শিকদারের মেয়ে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।