সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা রানা গ্রেফতার
এই দেশ এই সময়,ঢাকাঃ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকেও গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে শনিবার ভোরে একই ঘটনায় অভিযুক্ত র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদেরকেও সেনানিবাস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাদের শনিবার বেলা পৌনে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে নেয়া হয়। আদালতে রিমান্ডের আবেদন করা হলে তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তবে সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত র্যাবের অন্য দুই কর্মকর্তা গ্রেফতার হলেও লে. কমান্ডার এমএম রানার সন্ধান পাচ্ছিল না আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর সকল ধুম্রজাল কাটিয়ে রাতে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর রাতেই তাকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সদ্য সাবেক তিন কর্মকর্তা র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতারের ব্যাপারে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে কোনো বাধা নেই বলে সশস্ত্র বাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে নিশ্চিত করা হয়। তবে এমএম রানার ব্যাপারে সশস্ত্র বাহিনী কোনো তথ্য দেয়নি।
নৌ-সদর দফতর তাকে চাকরিচ্যুত করার পর তার বিষয়ে আর কোনো খোঁজ রাখেনি। তার সঙ্গে সদর দফতর সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ করায় তাকে গ্রেফতারের জন্য কোনো অনুমতি বা চিঠি দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছিল নৌ-সদর দফতরের একটি সূত্র।