ঘরে ঘরে কান্না, মেঘনার তীরে অপেক্ষায় স্বজনরা
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ গজারিয়ার মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চযাত্রীদের অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন।দুই শতাধিক যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে তাঁদের স্বজনরা জানান। এত লোক নিখোঁজ রেখে এমভি মিরাজ-৪ এর উদ্ধার অভিযান দ্বিতীয়বারের মতো সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার। লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখনও দুই শাতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে নিখোঁজদের স্বজনরা জানিয়েছেন।লাশের সন্ধানে এখনও মেঘনার তীরে অপেক্ষায় আছেন নিহতের স্বজনরা।
এর আগে শনিবার ভোরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া এমভি মিরাজ- ৪ কে তীরে তোলে। শনিবার সকালে প্রথমবারের মতো উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু বহু মানুষ তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান দাবি করলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়।
নিখোঁজ স্বজনদের জন্য মেঘনাপাড়ে শত শত মানুষ অপেক্ষা করে রয়েছেন। তাদের আহাজারিতে সেখানকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। স্বজনরা জীবিত বা মৃত যেভাবেই হোক তাঁদের স্বজনকে নিয়ে বাড়ি ফিরতে চান। উদ্ধারকাজ সমাপ্ত হওয়ায় লাশ না পেয়ে অনেকেই ট্রলার নিয়ে ছুটছেন মেঘনার বুকে নিখোঁজ স্বজনদের খোঁজে। আবার অনেকে স্বজনের সন্ধান না পেয়ে নির্বিকার হয়ে বসে আছেন মেঘনাপাড়ে।
নিখোঁজ স্বজনদের অনেকেই দাবি করেছেন, উদ্ধারকাজে অহেতুক বিলম্ব করে লাশগুলো সরিয়ে ফেলা হয়েছে। লঞ্চটি উল্টো করে তীরে আনার কারণে অনেক লাশ স্রোতে ভেসে গেছে বলেও জানান তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে ঝড়ের কবলে পড়ে মুন্সীগঞ্জের গজারিয়ার দৌলতপুরে মেঘনা নদীতে ডুবে যায় এমভি মিরাজ-৪।
Posted in: জাতীয়