জল্পনাক্ল্পনার অবসান ঘটিয়ে কোচ মার্টিনোর বিদায়
ক্রীড়া প্রতিবেদকঃ জল্পনাক্ল্পনার অবসান৷ বার্সেলোনা লা লিগা না জিতলে দায়িত্ব ছাড়তে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল৷ অবশেষে সেটাই হল৷ অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পরে সত্যি সত্যিই বার্সেলোনা কোচের পদ ছাড়ছেন টাটা মার্টিনো৷
লা লিগা খোয়ানোর পরে টাটা মার্টিনো জানিয়ে দিয়েছেন , বার্সেলোনা কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। কেন দায়িত্ব ছাড়লেন তাও জানিয়ে দিয়েছেন টাটা মার্টিনো৷
তিনি বলেছেন, ‘ গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবকে প্রায় কোনও ট্রফি দিতে পারেননি৷ তাই ক্লাবের দায়িত্ব থেকে সরে গেলাম৷ ’
ম্যাচের পর মার্টিনো ইস্তফার কথা জানিয়ে বলেন, “টিমের সবাইকে ধন্যবাদ। লক্ষ্যে পৌঁছতে পারলাম না বলে সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।” পাশাপাশি অ্যাটলেটিকোর প্রশংসা করেছেন বার্সা কোচ৷ তিনি বলেছেন, ‘ওরা গোটা মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে৷ ওরা এবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ৷’
Posted in: খেলা