পার্নো ভীষণ মিশুক টাইপের মেয়ে,রুহি
বিনোদন ডেস্কঃ গ্ল্যামার’ ছবির শুটিং একটানা চলছে কলকাতায়। এই ছবি বাংলাদেশ প্রাসঙ্গিকতা বলতে আমাদের জনপ্রিয় র্যাম্প মডেল ও অভিনেত্রী রুহি অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে এ ছবির প্রচার নিয়ে ওরিয়ন নামের একটি পিআর প্রতিষ্ঠান বেশ নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে শুটিংয়ের ছবিগুলোও ফেসবুকে আপলোড করতে পারছেন না রুহি।
অন্য দিকে গত ১৭ মে পরমব্রত ও পার্নোর সাথে সিক্যুয়েন্স ছিল রুহির। মহুয়া চক্রবর্তীর এই ছবি নিয়ে রুহি বলেন, ‘পার্নো ভীষণ মিশুক টাইপের মেয়ে। পরমও। আশা করছি আমার এই কাজটি ক্যারিয়ারের অন্যতম হবে।’
Posted in: বিনোদন