অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর ১৮ সদস্য প্রত্যাহার
কাজী আমিনুল হাসান,ঢাকাঃ অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর ১৮ সদস্যকে প্রত্যাহার করেছে সদর দফতর । রোববার এক আদেশে তাদের সদর দফতরে নেওয়া হয়।
সোমবার এক বিশেষ সূত্র এই দেশ এই সময়কে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে গত শুক্রবার দেড় লাখ টাকাসহ চার ব্যক্তিকে আটক করে র্যাব-৩ এর একটি দল। কিন্তু র্যাব জব্দ তালিকায় টাকার পরিমাণ দেখায় মাত্র ৬০ হাজার টাকা। বাকী টাকা তারা আত্মসাত করে।
পরে আটককৃতদের পরিবার অন্যায়ভাবে আটক ও টাকা আত্মসাতের অভিযোগ করে র্যাব সদর দফতরে। আর ওই অভিযোগের ভিত্তিতে রোববার এক আদেশে তাদের সদর দফতরে নেওয়া হয়। অর্থ আত্মসাত বিষয়টি প্রমাণিত হলে তাদেরকে প্রত্যাহার করা হয়। –