সিরাজগঞ্জে ৯শ ব্যালটসহ আটক এক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে জাল ভোট প্রদান ও প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্রে সরকার দলীয় ৩ প্রার্থীর প্রতীকে সীল দেয়া ৯শ’ জাল ব্যালটসহ ফয়সাল আহম্মেদ নাইম নামের এক কিশোরকে আটক করেছে সহকারী রিটার্নিং অফিসার।
সোমবার বেলা ১১ টার দিকে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঐ কেন্দ্রে ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
কামারখন্দ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা জানান, জাল ভোট প্রদানের খবর পেয়ে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখান থেকে ৯শ’ জাল ব্যালটসহ কিশোরকে আটক করে। এ ঘটনার পর ১ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
পরে উক্ত কেন্দ্রের ২১শ’ ৬৪ ভোটের মধ্যে জাল ৯শ ’ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ শুরু করা হয়।
এছাড়াও উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্রে সরকার দলীয় সমর্থক প্রার্থীদের পক্ষে জাল ভোট প্রদান এবং প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।