শাহরুখের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এমসিএ
স্পোর্টস ডেস্কঃ বলিউড স্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এর ফলে এখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে কোনো বাধা নেই শাহরুখের। ৫ বছরের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ২ বছরের মাথায় তা প্রত্যাহার করে নিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এমসিএ।
২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের খেলা চলাকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে শাহরুখকে বাঁধা দেয় নিরাপত্তাকর্মীরা। তখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি।
এ ঘটনার প্রেক্ষিতে এমসিএ শাহরুখকে ৫ বছর নিষিদ্ধ করে। তবে নিজেদের স্বার্থেই এখন সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
আইপিএলের ফাইনাল আয়োজনের প্রচেষ্টা চালাচ্ছে এমসিএ। এ জন্য আয়োজকদের সকল শর্ত মানতে হচ্ছে তাদের। শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে দলগুলোর মালিককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে হবে। সেই শর্ত মানতেই শাহরুখকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিচ্ছে এমসিএ।