নতুন করে ইনজুরিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্পোর্টস ডেস্কঃ আবার ইনজুরিতে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ওয়ার্ম আপের সময় আবার নতুন করে চোট পাওয়ায় লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচে শনিবার এসপানিওলের বিপক্ষের ম্যাচে মাঠে নামেন নি সিআর সেভেন।
রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ৭ মে খেলার আট মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন রোনালদো। আর গত সপ্তাহে সেলটা ভিগোর বিপক্ষে মাঠেই নামতে পারেননি তিনি। এই দুই ম্যাচের প্রথমটিতে ড্র করে আর দ্বিতীয় ম্যাচে হেরে শিরোপ স্বপ্ন ভেঙেছে তার দলের।
শনিবার ম্যাচ পূর্ব ওয়ার্ম আপের সময় অস্বস্তি বোধ করায় হাত ঝাঁকুনি দিতে দিতে বিরক্তি নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ ফরোয়ার্ড। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের এক সপ্তাহ পূর্বে রোনাল্ডা নতুন করে ইনজুরিতে পড়ায় ফাইনালে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।