দুবাইয়ে নিহত ২জনের লাশ দেশে আসছে আজ
এই দেশ এই সময়,দুবাইঃ দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির মধ্যে আলমগীর (৩২) ও মাসুদ ঢালীর (২৪) লাশ আজ বাংলাদেশে আনা হচ্ছে। শারজাহ এয়ারপোর্ট থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট যোগে লাশ দুইটি আনা হবে। মঙ্গলবার সকাল ১০ টা ৪০ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।
এছাড়া দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের বদরুল হাসানের লাশও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুই দিনের মধ্যে তার লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দুবাই কনস্যুলটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমনা।
তিনি জানান, আমরা দ্রুত লাশ দেশে পাঠানোর চেষ্টা করছি। সিলেটের ফ্লাইট জটিলতার কারণে লাশ দেশে পাঠাতে একটু সময় লেগে যেতে পারে। তবে শুক্রবারের মধ্যে পাঠানো সম্ভব হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ মে দুবাইয়ের আমিরাত রুটে বাস-ট্রাক সংঘর্ষে চার বাংলাদেশি নিহত হন।