আস্তানা বদল দাউদের
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন তিনি। এদিকে মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে এই ভয়ে অন্য কারো না হোক ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ডের বস দাউদ ইব্রাহিমের ঘুম হারাম হওয়ার উপায়। তাই গা বাঁচাতে দাউদ নাকি পাক-আফগান সীমান্তের কোনো এক অখ্যাত জায়গায় ঘাঁটি গেড়েছেন। এমনটিই আজ প্রকাশিত এক গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে গুজরাটের এক সংবাদমাধ্যমে দাউদকে দমনের হুশিয়ারি দিয়েছিলেন মোদি। তাই ক্ষমতায় আসার পর মোদি সেই হুশিয়ারিকেই বাস্তবে কার্যকর করতে চাইবেন বলেই গোয়েন্দা মহলের অভিমত। এমনকি খোদ দাউদ মনে করছেন যে মোদির নির্দেশে ভারত তার বিরুদ্ধে কমান্ডো অপারেশন চালাতে পারে। শুধু দাউদই নয়, মুম্বাইয়ের অন্ধকার জগতের পাতি মাস্তানরাও আস্তানা পরিবর্তন করছে বলে রিপোর্টে বলা হয়েছে।
এদিকে, সোমবার ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সামগ্রিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন দেশটির গোয়েন্দা ব্যুরো আইবি’র সাবেক ডিরেক্টর অজিত দোভাল। দেশের জন্য বিদ্যমান সন্ত্রাসবাদী চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন তিনি।