পূরণ হলো ভাবনার সেই ইচ্ছা
বিনোদন ডেস্কঃ দীর্ঘ সময় ধরে টিভিপর্দায় অভিনয় করে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন জাহিদ হাসান। অভিনয়ের পাশাপাশি এখন পরিচালক হিসেবেও সফল তিনি। আর গত কয়েক বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করে বেশ আলোচিত মুখে পরিণত হয়েছেন ভাবনা। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই তার ইচ্ছে ছিল জাহিদ হাসানের সঙ্গে অভিনয়ের। সেই চেষ্টাটাও ভাবনা চালিয়ে গেছেন নিজের মতো করে। অবশেষে ভাবনার সেই ইচ্ছা পূরণ হলো। একটি নাটকে জাহিত হাসানের সঙ্গে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘দ্য লিজেন্ড’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। এর কাহিনীতে দেখা যাবে প্রায় ১৭ বছর ধরে একই ক্লাসে পড়ছেন আরমান (জাহিদ হাসান)। বিশ্ববিদ্যালয়ের সবাই তাকে আরমান ভাই বলেই ডাকে। বেশ দাপটের সঙ্গেই এখানে চলেন তিনি। এদিকে নতুন বছর নতুন ছাত্রীর মধ্যে ভর্তি হয় সারা (ভাবনা)। সারাকে দেখেই ভাল লেগে যায় জাহিদের। সেই থেকেই শুরু হয়ে যায় আরমান ভাইয়ের নানা ধরনের পাগলামি। পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় যে কোন একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে