বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » গুম-খুন করতে আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার অভিযোগঃরিজভী

গুম-খুন করতে আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার অভিযোগঃরিজভী 

rizvi

রাজশাহী প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রীর মদদে গুম খুন ও অপহরণে আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
rizvi
মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। নগরীর ভূবনমোহনপার্কে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মামলা বিচারিক আদালতে স্থানান্তর, দেশজুড়ে খুন-গুম ও অপহরণের প্রতিবাদ, জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে রাজশাহী মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, নারায়ণগঞ্জে সাত সাতটি অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে র‌্যাবের বিরুদ্ধে। কিন্তু তিন র‌্যাব কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। নিজেদের অপকর্ম ঢাকতেই সরকার এ অপৎপরতা শুরু করেছে।

এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধীদল ও মতের নেতাকর্মীদের গুম-খুন করতে আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বিএনপির মিছিল দেখলে সরকারের নির্দেশে আইন-শৃংখলা বাহিনী গুলি চালায়, নেতাকর্মীদের আহত করে, হত্যা করে। আমরা আর কতদিন এভাবে গুলিখাবো। এবার প্রতিরোধ গড়েতোলা হবে। জনগণের মৃদু ঝাঁকুনিতেই নড়বড়ে এ সরকার ভেঙ্গ পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আবু সাঈদ চাদ, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ।
পরে ভূবনমোহন পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অলোকার মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone