নগ্ন হলেন রোনালদো!
- স্পোর্টস ডেস্কঃ বিশ্ব বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর স্পেন সংস্করণের প্রচ্ছদে ছাপা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি। খবরটা পুরোনো। প্রচ্ছদের ছবিতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যাবে রোনালদোকে। তবে তার শরীরের গুরুত্বপূর্ণ অংশ থাকবে তার বান্ধবীর শরীরের আড়ালে!
ভোগ-এর এ সংখ্যায় আরো বেশ কিছু ছবি তুলেছেন রোনালদো। অন্য ছবিগুলো দেখা যাবে ম্যাগাজিনটির ভিতরের পাতায়। একটি ছবিতে দেখা যাবে রোনালদো তার বান্ধবী ইরিনা শাইকের পোশাক খুলছেন!
ভোগ-এর জন্য রোনালদোর এমন ছবিগুলো তুলেছেন বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার মারিও তেস্তিনো।
Posted in: খেলা