ফেনীর চেয়ারম্যানকে পুড়িয়ে হ্ত্যা
ফেনী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা ১১টায় ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা আরো ৩ জন দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধরা হলেন-ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন (৬০), স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ফরহাদ (৩২) ও গাড়ি চালক মামুন (৩০)। তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চেয়ারম্যান একরামুল হকসহ আরো ৩ জন গাড়িতে করে ফেনী সদর থেকে ফুলগাজীতে যাচ্ছিলেন। বিলাসী হোটেলের সামনে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাদের গাড়িটি লক্ষ্য করে দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় চেয়ারম্যান একরামুল হক গুলিবিদ্ধ হন।
এরপর দুর্বুত্তরা গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা তিনজন গাড়ি থেকে নামতে পারলেও গুলিবিদ্ধ একরামুল হক গাড়ির মধ্যেই আগুনে পুড়ে নিহত হন।
পুলিশ ও দমকল বাহিনী পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ি থেকে একরামুল হকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ফেনী সদরের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনার পর ফুলগাজী-পরশুরাম সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে আটকা পড়েছে শত শত যানবাহন।
যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে উপজেলা চেয়ারম্যান একরামুল হককে পুড়িয়ে হত্যার ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।