এ আর রহমানের বাড়িতে হামলা
অনলাইন ডেস্কঃ অস্কার জয়ী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের লস অ্যাঞ্জেলস’র বাড়িতে হামলা হয়েছে। আজ স্বয়ং এ.আর. রহমান তার টুইটারে টুইট করেছেন। এরই সঙ্গে হামলার ছবিও তিনি পোস্ট করেছেন। (টাইমস অব ইন্ডিয়া)।
বাড়ির দেয়ালে কালো রঙের কালিতে কিছু ইংরেজি শব্দ লেখা রয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর এ আর রহমানের ভক্তরা সামাজিক যোগযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।
৪৮ বছর বয়সী দু’বারের অস্কার বিজয়ী রহমান সম্প্রতি হলিউডের ‘মিলিয়ন ডলার আর্ম’ এর মিউজিক করছেন।
Posted in: বিশেষ সংবাদ