অসাধারণ লড়াই করেছেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ কোহলির কাছে হারার পর গৌতম গম্ভিরের কাছেও হারলেন ধোনি! মঙ্গলবার রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য কলকাতার হয়ে অসাধারণ লড়াই করেছেন সাকিব। বল হাতে বলার মতো কিছু করতে না পারলেও ব্যাট হাতে দুরন্ত ছিলেন তিনি। মাত্র ২১ বলে করেছেন ৪৬ রান। সাথে ছিলো দুটি ছয় ও ছয়টি চার।
ম্যাচে আগে ব্যাটিং করে চেন্নাই। ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৪ রান করে তারা। সর্বোচ্চ ৬৫ রান করেন সুরেশ রায়না। কলকাতার হয়ে একটি উইকেট নেন প্যাট কামিনস, পিযুস চাওলা ও সুনিশ নারাইন।
পরে ১৫৫ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটেই ৬৪ রান করে কলকাতা। চার নাম্বারে ব্যাটিংয়ে নেমে দলকে জিতিয়ে ফিরেন সাকিব। সাকিবের সময়োপযোগী ব্যাটিংয়ের কল্যাণে কলকাতাকে আর কোনো উইকেট হারাতে হয়নি। লক্ষ্য ফিনিশারের মতো ম্যাচ শেষ করে আসেন সাকিব।