দীপিকা আমার সুইট হার্ট
বিনোদন ডেস্কঃ পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে দীপিকার সর্ম্পকটা যেন দিন দিন মধুর হয়ে উঠছে। দীপিকা যেমন চোখ বুজে ভরসা করে বসেন ইমতিয়াজকে, তেমনি ইমতিয়াজও বিশ্বাস করেন দীপিকাকে।
তাই তো রণবীরের সঙ্গে জুটি বেধে ‘উইন্ডো সিট’ ছবির পর ইমতিয়াজের আরেক নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা।
কোনো অফিসিয়াল চুক্তি ছাড়াই এ ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন দীপিকা। এমনকি পারিশ্রমিক হিসাবে কত টাকা নেবেন তা নিয়েও দীপিকা কোনো কথা বলেননি ইমতিয়াজের সঙ্গে।
ইমতিয়াজ বলেন, ‘দীপিকা আমার সুইট হার্ট। দীপিকা শুধু ভালো অভিনেত্রীই নয়, খুব ভালো মানুষ। আর সবচেয়ে বড় কথা, দীপিকা আমার খুব ভালো বন্ধু।’
জানা গেছে, ইমতিয়াজের এ নতুন ছবিতে দীপিকাকে দেখা যাবে এক অন্ধ মেয়ের চরিত্রে। এর আগে প্রদীপ সরকার পরিচালিত ‘লফাঙ্গে পরিন্দে’তে অন্ধ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে।
Posted in: বিনোদন