ঝলসে দিলো সৌদি গৃহকর্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ রিয়াদে ফিলোপিনো এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে
দিয়েছেন সৌদি গৃহকর্ত্রী। কফি দিতে বিলম্ব হওয়ায় তিনি এই অমানবিক কর্মটি করেন বলে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে।
ঘটনার দিন ২৩ বছরের ফাতেমা (প্রকৃত নাম নয়) তার মালিকের মায়ের জন্য কফি বানাচ্ছিলো। এতে একটু দেরি হওয়ায় তিনি রেগে যান এবং তার গায়ে গরম পানি ঢেলে দেন। এতে তার পিঠ এবং দু পা ঝলসে যায়। কিন্তু তার মালিক তাকে এ অবস্থায় কোনো রকম চিকিৎসা ছাড়াই কয়েক ঘণ্টা ফেলে রাখেন। পরে ফাতেমা তার এক আত্মীয়কে টেলিফোন করলে তিনি এসে তাকে হাসপাতালে ভর্তি করেন।
ফাতেমার আত্মীয় এ ঘটনা ফেসবুকে পোস্ট করার পর সে দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অগ্নিদগ্ধ ফাতেমার ইমেজের পাশে তার আত্মীয়টি লেখেন, ‘এই হলো অমার চাচাত বোন। সে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক বাড়িতে কাজ করতো। মাত্র দু’মাস আগেই সে এখানে এসেছিলো।’
পোস্টে আরো অভিযোগ করা হয়, বাড়ির কর্তাটি তাকে প্রায়ই মারধোর করতেন এবং পান থেকে চুন খসলেই তাকে অভুক্ত রাখতেন। ফাতেমাকে গরম পানি দিয়ে পুড়িয়ে দেয়ার ছয় ঘণ্টা পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
তবে সৌদি আরবের সমাজ কল্যাণ এবং উন্নয়ন মন্ত্রণালয় ফাতেমার চিকিৎসা এবং অন্যান্য খরচ বহন করেছে। বর্তমানে সে ফিলিপাইন দূতাবাসের তত্ত্বাবদানে রয়েছেন।